14 C
আবহাওয়া
১১:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আমির-কিরণের বিচ্ছেদের পেছনে তবে এই কাহিনি!

আমির-কিরণের বিচ্ছেদের পেছনে তবে এই কাহিনি!

আমির

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের সংসার ভেঙে গেল আমির খানের। শনিবার (৩ জুলাই) সকালে অনলাইনে একটি বিবৃতি জারি করে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমির খান ও কিরণ রাও। তাদের বিবাহ বিচ্ছেদের খবরে তোলপাড় বলিউড।

এদিকে আমির-কিরণের বিচ্ছেদের খবর ছড়াতেই বেরিয়ে এলো একটি গুঞ্জন। শোনা যাচ্ছে, তরুণ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে নাকি কিরণের সঙ্গে বহুবার আলোচনা করার পরও সুরাহা হয়নি। সে কারণে বিচ্ছেদের পথই বেছে নিয়েছেন তারা।

ফাতিমা সানা শেখের ক্যারিয়ার শুরু হয় আমির খানের হাত ধরেই। বিখ্যাত ‘দঙ্গল’ সিনেমায় আমিরের মেয়ের ভূমিকায় ছিলেন তিনি। একসঙ্গে কাজ করতে গিয়ে ফাতিমার প্রতি মুগ্ধতা বাড়ে আমিরের। সেই সুবাদে আমির তার পরবর্তী সিনেমা ‘থাগস অব হিন্দোস্তান’-এ ফাতিমাকে সুযোগ করে দেন।

ওই সময়েই আমির ও ফাতিমার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছিল। অবশ্য তারা বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে বিভিন্ন পার্টিতে আমিরের সঙ্গে ফাতিমাকে দেখা গিয়েছে। একে-অপরের প্রতি মুগ্ধতাও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বহু পরিচালক ও প্রযোজককে নাকি আমির ফোন করেও বলেছিলেন ফাতিমাকে সিনেমায় নেওয়ার জন্য।

আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ফাতিমা বলেছিলেন, আমিরকে আমার ভালো লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। বরং তাকে আমি অভিভাবক মনে করি।

এদিকে আমির-কিরণের বিচ্ছেদের ঘোষণা আসার পর বলিউডে অনেকেই বলাবলি করছেন, আমির তার প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন কিরণ রাওয়ের প্রেমে পড়ে। কিরণকে ভাল লাগায় তিনি ১৬ বছরের সংসার ভাঙতেও দ্বিধা করেননি। এবার কি তাহলে ফাতিমা সানার প্রতি দুর্বলতার কারণেই কিরণের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেন আমির? এ প্রশ্নের উত্তর সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ