28 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় একদিনে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

কুষ্টিয়ায় একদিনে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২


বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯২ জনের। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৬৬ জনের করোনা করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৪৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮২৩ জন।

রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৩০ শতাংশ।

নতুন শনাক্ত ২৯২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৫৩ জন, দৌলতপুরের ৪৪ জন, কুমারখালীর ২৪ জন, ভেড়ামারার ৩৪ জন, মিরপুরের ২৯ জন এবং খোকসার ৮ জন রয়েছেন। আর মারা যাওয়া ১৫ জনের মধ্যে আটজন সদর উপজেলার, খোকসা, কুমারখালী ও দৌলতপুর উপজেলার দুই জন করে এবং মিরপুরের একজন।

কুষ্টিয়ায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৯ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩৯ জন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ