17 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কোরবানির পশুর বর্জ্য ১০ ঘণ্টায় অপসারণ করবে চসিক

কোরবানির পশুর বর্জ্য ১০ ঘণ্টায় অপসারণ করবে চসিক

চালু হচ্ছে চসিকের ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

বিএনএ , চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেছেন, কোরবানির ঈদে পশুর বর্জ্য দ্রুত অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সুনাম রয়েছে। মহানগরীতে জবাই করা পশুর বর্জ্য আট থেকে দশ ঘণ্টার মধ্যে পরিষ্কার করতে হবে। এ ব্যাপারে কোন গাফিলতি বা অজুহাত মেনে নেয়া হবে না।
রোববার(৪ জুলাই) সকালে চসিক কনফারেন্স রুমে আয়োজিত এক প্রস্তুতি সভায় কথাগুলো বলেন মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী।

পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কোরবানির পশুর বর্জ্য অপসারণে তাদের প্রস্তুতি, সাজ সরঞ্জাম পর্যাপ্ত লোকবল ও পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা প্রসঙ্গে মেয়র বলেন, কোন সমস্যা হবে না। প্রয়োজনীয় সকল প্রস্তুতি রাখা হচ্ছে। কর্পোরেশন এ কাজে আগেও ব্যর্থ হয়নি, এবারও ব্যর্থ হবে না।

সভায় জানানো হয়, এ লক্ষ্যে নগরকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জোনে ভাগ করা হয়েছে।চার জোনের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলর মো. এসারুল হক, আবদুল বারেক, শৈবাল দাশ সুমন ও মো. ইসমাইলকে। উত্তর জোনে ১-৮,১৫ ও ১৬, দক্ষিণে ২৩, ২৭-৩০,৩৬-৪১, পূর্বে ১৭-২২,৩১-৩৫ ও পশ্চিমে ৯ -১৪, ২৪-২৬ নম্বর ওয়ার্ড রয়েছে। বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী সার্বিক তত্ত্বাবধানে থাকবেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী, কাউন্সিলর মো. এসরারুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া, আবু শাহদাত মোহাম্মদ তৈয়ব, বিপ্লব দাশ, মো. রেজাউল বারী ভূঁইয়া, মির্জা ফজলুল কাদের, শাহিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর।
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ