17 C
আবহাওয়া
৯:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ভোটারদের উপ‌স্থি‌তি সন্তোষজনক

ছাগলনাইয়ায় ভোটারদের উপ‌স্থি‌তি সন্তোষজনক


 বিশেষ প্রতি‌নি‌ধি,  ছাগলনাইয়া(ফেনী):  ইলেকশান ম‌নিট‌রিং ফোরামের চেয়ারম‌্যান অধ‌্যাপক আবেদ আলী বলে‌ছেন,  প্রচন্ড গরম সত্বেও ছাগলনাইয়া উপ‌জেলা নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ভোটারদের উপ‌স্থি‌তি ছিল সন্তোষজনক।

বুধবার (৫জুন) বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের ইসলা‌মিয়া কা‌মিল মাদ্রাসা প্রাঙ্গ‌নে সাংবা‌দিকদের এ তথ‌্য জানান।

আ‌বেদ আল
আ‌বেদ আলী

মওলানা আ‌বেদ আলী ব‌লেন, পাঁচটা ইউ‌নিয়‌নের প্রায় সবকেন্দ্রে তি‌নি বা তার প্রতি‌নি‌ধিরা প‌রিদর্শন করেছেন, উল্লেখ করে বলেছেন, অন‌্যান‌্য স্থানীয় সরকার নির্বাচনের তুলনায় উপজেলা নির্বাচনে ভোটারদের ভিন্নরকম আগ্রহ দেখা গেছে। ভিন্ন জেলা ও ঢাকায় বসবাসরত‌ ভোটাররাও  ছাগলনাইয়ায় ভোট দিতে এসেছেন। এখা‌নে প্রায় ভোট উৎসবের আমেজ দেখা গেছে।

বিএনএ নিউজ, এস‌জিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ