18 C
আবহাওয়া
৬:১০ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চবির শাটল ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

চবির শাটল ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইরফান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইরফান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। মোবাইলে কথা বলতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে শহর থেকে ছেড়ে আসা ট্রেনটি নগরীর ২নং গেইট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়মুখী ট্রেনটি ২ নং গেইটের এখানে পৌঁছালে লাইনের উপরে থাকা ইরফান চাপা পড়ে। তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা পড়ে ইরফান নামের এক ছেলের মৃত্যু হয়েছে। তার মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ সুমন/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ প্রতিবন্ধীদের ভাতার পরিবর্তে আর্থিক স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে--- সমাজকল্যাণ উপদেষ্টা নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার