25 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নোয়াখালীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

নোয়াখালীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

নোয়াখালীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জুন) উপজেলার চৌমুহনী বাজারে রাজন সাহার আড়তে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশি দামে পেয়াজ বিক্রির দায়ে রাজন সাহার পেঁয়াজের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ