17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে নিখোঁজের পাঁচদিন পর যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে নিখোঁজের পাঁচদিন পর যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের পাঁচদিন পর মো. ফারুক হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুন) গভীর রাতে উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগপাড়া এলাকার একটি পাহাড়িঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ফারুক হোসেন উপজেলার আমতলী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিল।

জানা যায়, গত ৩১ মে বিকেলের দিকে দুই যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর সে আর বাড়ি ফিরেনি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে দাবি করে এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নিহতের স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ