17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ডিজিটাল নিরাপত্তা আইনে জানুয়ারি পর্যন্ত মামলা সাতহাজার : আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে জানুয়ারি পর্যন্ত মামলা সাতহাজার : আইনমন্ত্রী

শিগগরই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে মতামত: আইনমন্ত্রী

বিএনএ, ঢাকা:  আইনমন্ত্রী আনিসুল হক তথ্য প্রকাশ করে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সারাদেশে মোট সাত হাজার একটি মামলা দায়ের হয়েছে।

গণফোরামের সদস্য মোকাব্বির খান ও সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের পৃথক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জাতীয় সংসদে ৫ জুন ২০২৩ এ তথ্য জানান।

আইনমন্ত্রী অপর প্রশ্নের জবাবে বলেন, দেশে দেওয়ানী মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি এবং ফৌজদারী মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। এর মধ্যে শুধু ঢাকা জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৩৩টি।

চারটি মোবাইল ফোন কোম্পানিকে ২ হাজার ৫০৩ কোটি টাকা অনাদায়ী রাজস্ব সরকারকে দেওয়ার জন্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ