31 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৩
Bnanews24.com
Home » ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ১০১

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ১০১

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ১০১

বিএনএ, ঢাকা: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু সংখ্যা একজন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১০১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩৩৬ জন ঢাকায় এবং ৫৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৪৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৯৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২ হাজার ৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১ হাজার ৪৩১ জন ঢাকার ও বাকি ৬৩৭ জন অন্যান্য জেলার বাসিন্দা। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 1497 


শিরোনাম বিএনএ