বিএনএ, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। এ সময় হাট-চকগৌরী এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ চার যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনএ/ ওজি