21 C
আবহাওয়া
৯:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্ত

বিএনএ, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) ভোরে কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় ৮৫৭ নাম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে। নিহত ইউসুফ আলী (২৫) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহজামালের ছেলে।

জগতবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন গরু আনার জন্য। সোমবার ভোরে ভারতের সরকারপাড়া এলাকা থেকে তারা গরু আনছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর গুলি ছোড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সোমবার সকালে বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাদেকুল ইসলাম জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশির মরদেহ ফেরত পেতে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ