বিএনএ ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস আজ। ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যে এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ শ্লোগানে এবার বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সারাবিশ্বের একশ’টিরও বেশি দেশে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে।
বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আজ থেকে রাজধানীত ঢাকায় শুরু হতে যাচ্ছে বৃক্ষমেলা। রাজধানীর শেরেবাংলা নগরে পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত ।
বিএনএ/ ওজি