20 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মেসিকে বিদায়ী বার্তায় যা লিখলেন নেইমার

মেসিকে বিদায়ী বার্তায় যা লিখলেন নেইমার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির পিএসজি অধ্যায় শেষ হয়েছে হার দিয়ে। পিএসজি ছেড়ে নতুন কোন ঠিকানায় যাবেন তিনি। বন্ধু মেসির বিদায়ে ‘তোমাকে ভালোবাসি’ বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির উদ্দেশ্যে নেইমার লিখেছেন, ‘ব্রাদার…আমরা যেমনটা ভেবেছিলাম (সময়টা) সেভাবে যায়নি। তবে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তোমার সঙ্গে দুই বছর ড্রেসিংরুম ভাগাভাগি করা ছিলো দারুণ আনন্দের। তোমাকে নতুন মঞ্চের জন্য শুভকামনা। ভালো থেকো। তোমাকে ভালোবাসি।’

পার্ক দ্য প্রিন্সেসে শেষ ম্যাচে পরিবারকে সঙ্গে নিয়ে আসেন মেসি। কিন্তু নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের মতই ম্লান হয়ে রইল শেষ ম্যাচ, শুনতে হলো পিএসজি সমর্থকদের দুয়োধ্বনিও।

ফরাসি ক্লাব পিএসজির সাথে লিওনেল মেসির চুক্তি ছিল দুই বছরের। আর্জেন্টাইন তারকার সাথে ফরাসি ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হয় এ মৌসুমেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ