27 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইরাক থেকে ৬০ শতাংশ মার্কিন সেনা প্রত্যাহার

ইরাক থেকে ৬০ শতাংশ মার্কিন সেনা প্রত্যাহার

ইরাক থেকে ৬০ শতাংশ মার্কিন সেনা প্রত্যাহার

বিএনএ, বিশ্ব ডেস্ক : ইরাক থেকে গত কয়েকমাসে মার্কিন সেনাদের প্রায় ৬০ শতাংশ সরিয়ে নেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়, এই তথ্য ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি শুক্রবার ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গতবছর ইরাক সরকার আমেরিকার সঙ্গে তিন দফা বৈঠক করেছে এবং দ্বিতীয় দফা বৈঠকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেন, তৃতীয় রাউন্ড বৈঠকের আগে আমরা শতকরা ৬০ ভাগ মার্কিন সেনা ফেরত পাঠাতে সমর্থ হয়েছি এবং শিগগিরই মার্কিন কর্তৃপক্ষ বাকি সেনা ফিরিয়ে নেয়ার একটি সময়সীমা ঠিক করবে।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা রয়েছে। ইরান ও ইরাকের মধ্যকার সহযোগিতার কারণেই ইরানবিরোধী বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

২০০৩ সালের প্রথম দিকে সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাতে ইরাকে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা ও ব্রিটেন। তারপর থেকে এখন পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি বজায় রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ