35 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ডেন্টাল ভর্তি পরীক্ষায় বসলেন ৩৭ হাজার শিক্ষার্থী

ডেন্টাল ভর্তি পরীক্ষায় বসলেন ৩৭ হাজার শিক্ষার্থী

ডেন্টাল

বিএনএ ডেস্ক: দেশের সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় পরীক্ষা শেষ হয়েছে। এতে রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে ৩৭ হাজার শিক্ষার্থী একযোগে পরীক্ষায় বসেছেন।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছিল, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আর সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি।

সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন।

এর বাইরে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পাওয়া প্রার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ দেশজুড়ে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ