14 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার

রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার


বিএনএ, রাঙামাটি : বান্দরবানে একাধিক উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা  জোরদার করা হয়েছে। জেলার ১০ উপজেলার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বান্দরবানের কাছাকাছি উপজেলাগুলোতে বিশেষ করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রাঙামাটির জুরাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি উপজেলাগুলোর ব্যাংকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বান্দরবানের অনাকাঙ্খিত ঘটনার কারণে রাঙামাটির ব্যাংকসহ যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি। যেসব জায়গায় পুলিশ নিয়োজিত আছে সেগুলোতে সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পেট্রোল, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া অন্যান্য যে সকল সংস্থা এখানে নিরাপত্তায় কাজ করছে তাদের সঙ্গে সমন্বয় ও ব্যাংকগুলোতে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ