23 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বুধবার চন্দনাইশের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বুধবার চন্দনাইশের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


বিএনএ, চন্দনাইশ : চন্দনাইশে কর্মরত সাংবাদিক আয়ুব মিয়াজীর উপর সন্ত্রাসী ও পাহাড় খেকোদের পরিকল্পিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ ডাক দেয়া হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বেলা তিনটায় সমাবেশ করবে চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক আয়ুব মিয়াজী (৩২) কে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মিয়াজী কম্পিউটার সেন্টারে সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে। তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়াড-১৪,সিট নং১৫ চিকিৎসাধীন।

আয়ুব মিয়াজী ইতিপূর্বে পূর্ব দোহাজারী এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটার সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)কে অবহিত করেন। অনলাইন পোর্টালে নিউজ প্রচার করেন। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ