বিএনএ,সাভার : আশুলিয়ায় পেয়াজ ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক কারবারিকে। সোমবার ( ৪ মার্চ ) রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
আশুলিয়া থানা পুলিশ জানায়, রাত আটটার দিকে পেয়াজ ভর্তি পিকআপে করে ইয়াবা বহন করছিলো মাদক কারবারিরা। পরে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে পেয়াজের ভিতর লুকিয়ে রাখা ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা। এসময় গ্রেপ্তার করা হয় পিকআপে থাকা দুইজনকে। জব্দ করা হয় মাদক কারবারে ব্যবহৃত পিকআপ ভ্যানটি। পরে রাতেই র্যাব মাদকসহ আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে।
এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী র্যাব কর্তৃক মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত জানাতে পারেননি তিনি। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।
বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন