বিএনএ,ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়ে বাজিমাত করছে লখনৌ সুপার জায়ান্টস। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জেতার পর সোমবার তারা হারিয়ে দিলো সানরাইজার্স হায়দরাবাদকে।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৯ রানে থেমেছিল লখনৌয়ের ইনিংস। তাদের বোলিং তোপে ১৫৭ রানে থেকে ১৪ রানে হেরেছে হায়দরাবাদ।
আসরে প্রথম জয়ের খোঁজে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদের প্রায় সব ব্যাটারই শুরুটা পেয়েছেন কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান করেছেন রাহুল ত্রিপাঠি। তার ৩০ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছয়ের মার।
এছাড়া নিকোলাস পুরান ২৪ বলে ৩৪, ওয়াশিংটন সুন্দর ১৮, এইডেন মারক্রাম ১২, কেন উইলিয়ামসন ১৬ ও অভিষেক শর্মা ১৩ রানের বেশি করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রানে থেমে যায় ২০১৬ সালের চ্যাম্পিয়নদের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তেই ৩ উইকেট হারিয়ে ফেলে লখনৌ। সাজঘরে ফিরে যান কুইন্টন ডি কক (১), এভিন লুইস (১) ও মনীশ পান্ডে (১১)। ছয় ওভারে লখনৌয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩২ রান।
বিএনএ/ ওজি