29 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » পাহাড় কর্তন: মাদ্রাসা পরিচালককে ৭৮ লাখ টাকা জরিমানা

পাহাড় কর্তন: মাদ্রাসা পরিচালককে ৭৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে মাদ্রাসা পরিচালককে ৭৮ লাখ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদের আরেফিন নগরে পাহাড় কাটা এবং ছড়া ভরাটের অভিযোগে তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালককে ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।  সোমবার (৫ এপ্রিল) পরিবেশ অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ জরিমানার বিষয়টি জানানো হয়। এনফোর্সমেন্ট শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এসে পৌঁছে।

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে মাদ্রাসা পরিচালককে ৭৮ লাখ টাকা জরিমানা

চিঠিতে আরেফিন নগর এলাকায় ‘জালালাবাদ তালীমূল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মো. তৈয়বকে ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং তিনমাসের মধ্যে কর্তন করা পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে তিন দফায় আরেফিন নগর এলাকা পরিদর্শন করে কওমি মাদরাসার জন্য পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের টিম। ওই পাহাড়ের চারটি স্থানে যথাক্রমে ৭০ হাজার ৩০০, ৯ হাজার ৬০০, ৭৫ হাজার এবং এক হাজার ২৫০ ঘনফুট পাহাড় কেটে সমান করা হয়েছে। এছাড়া ছড়া শ্রেণির জমি ভরাটেরও প্রমাণ পায় অধিদপ্তরের তদন্ত টিম।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ