27 C
আবহাওয়া
৬:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম চলবে দুপুর থেকে

ঢাকার নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম চলবে দুপুর থেকে

ঢাকার নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম চলবে দুপুর থেকে

বিএনএ, আদালত প্রতিবেদক: করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলমান লকডাউনের সময় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কার্যক্রম চলবে দুপুর ২ টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত।এই সময়ে একজন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত থাকবেন এবং শুধু মাত্র সদ্য গ্রেফতারকৃত আসামিদের শুনানি অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়ে  সোমবার (৫ এপ্রিল) বিজ্ঞপ্তি জারি করেছে ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে, রোববার (৪ এপ্রিল) রাতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা জজ ও মহানগর জজ (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতের কার্যক্রম সীমিত করার পাশাপাশি সব ধরনের অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।

এই সময়ে অধস্তন আদালতের বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিএনএ নিউজ/এসবি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ