বিএনএ, ঢাকা : দেশের চলমান লকডাউনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা।
সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
ব্যবসায়ীরা বলেন, গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে। রোজা ঈদ সামনে, এই ভরা মৌসুমে লকডাউন মানিনা।
কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলো। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানায়। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।
বিএনএ নিউজ/শাহীদুল,জেবি