বিএনএ, বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলা-সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর নদের পর্যন্ত অভিযান চালিয়ে ৪২ পিস বেহুন্দী জাল, ১৮ পিস চরঘেরা দুয়ারী জাল, ৩ পিস মশারি নেট বেহুন্দী জাল জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে। এসব জালের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কোস্ট গার্ড অফিসের পাশে বিষখালী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস কারা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্টগার্ড অভিযান পরিচালনা করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেননি তারা।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর নদের চরদুয়ানী পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৩০ লাখ টাকার বিভিন্ন রকমের অবৈধ জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্টগার্ড উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।