32 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় জবাইকৃত পাখিসহ পাচারকারী চক্রের তিন সদস্য আটক

আনোয়ারায় জবাইকৃত পাখিসহ পাচারকারী চক্রের তিন সদস্য আটক

আনোয়ারায় জবাইকৃত পাখিসহ পাচারকারী চক্রের তিন সদস্য আটক

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন প্রজাতির জবাইকৃত পাখিসহ পাচারের সময় চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। জব্দকৃত পাখির মধ্যে রয়েছে ১৩৫ শালিক পাখি, ৪২২টি চড়ূই পাখি এবং ১৪০টি বাবুই পাখিসহ সর্বমোট ৬৯৭টি দেশীয় পাখি।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলা পরিষদ গেইটে থেকে এসব পাখি জব্দ করা হয়। এসময় পাচার কাজের সাথে জড়িত তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার মৃত আব্দুস ছোবাহানের ছেলে মোঃ ছৈয়দুল আলম(৬০), মৃত বাচা মিয়ার ছেলে মোঃ ইদ্রিস(৬৫), আব্দুল মান্নানের ছেলে মোঃ সোহেল(৩০)।

পুলিশ জানায়, উপজেলার ইছামতি নদীর পাড়ে প্রতিনিয়ত পাখি শিকার করে আসছে এই চক্রটি। তারা বিভিন্ন প্রজাতির পাখি ধরে জবাই করে বস্তা ভরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। পরে তা বিক্রি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা প্রায় ৬৯৭টি জবাইকৃত পাখি জব্দ করেছি। পাখিগুলো বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালতি আদেশ প্রার্থী সাপেক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম অথবা আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। আর কোন চক্র যাতে অবাধে পাখি শিকার করতে না পারে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ বৃদ্ধি করা হবে।

বিএনএনিউজ/নাবিদ

Loading


শিরোনাম বিএনএ