34 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

পেঁয়াজ

বিএনএ, ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, এ বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।

তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তবে কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে তা নিশ্চিত করতে পারেন এ কর্মকর্তা।

উল্লেখ্য, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে ১০৫-১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ