বিএনএ, ঢাকা: রাজধানীর মতিঝিলের ‘নিউ ইস্টার্ন’ নামে একটি আবাসিক হোটেল থেকে শ্রী রঞ্জিত(৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রঞ্জিত রাঙ্গামাটির কোতোয়ালি থানার জিপতলী চেয়ারম্যান পাড়া গ্রামের মৃত. হেমন্ত লাল চাকমার ছেলে। তিনি পেশায় ঠিকাদার ব্যবসায়ী। রাত পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় রঞ্জিতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ দাস জানান, ‘গতকাল দুপুর ২টার দিকে ওই ব্যক্তি উক্ত হোটেলের ৬০৭/সি নম্বর রুমে অবস্থান করেন। পরবর্তীতে হোটেল বয় এবং তার আশপাশের রুমে অবস্থানকারীরা ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে আমরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে খাটের ওপর শোয়া অবস্থায় ওই ব্যক্তির অচেতন দেহ উদ্ধার করি।’
তিনি আরও জানান, অচেতন অবস্থায় রঞ্জিতকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি/ এইচমুন্নী