বিএনএ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি থানাধীন সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি ভবনে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটেছে। ওই ভবনের দেয়াল ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভবনটির পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরই পলাশি, ধানমন্ডি এবং সিদ্দিকবাজার থেকে তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গেছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তবে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান তিনি।
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার।
তিনি জানান, খবর পাওয়া যায়, সায়েন্সল্যাবের পাশে একটি তিন তলা ভবন আংশিক ধসে পড়েছে ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।
বিএনএনিউজ২৪/ আজিজুল, এমএইচ, ওজি