বিএনএ, বিশ্বডেস্ক : ইরান দু’টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি উন্মোচন করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দিবসকে সামনে রেখে এসব ঘাঁটি উন্মোচন করেছেন এই বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।
উঁচু পাহাড়ের অভ্যন্তরে এসব ঘাঁটি নির্মাণ করা হয়েছে। এখানে রাখা হয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নানা পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহজেই শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।
আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স এই প্রথম ড্রোনের ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করল। এখানে দুই হাজার কিলোমিটার পাল্লার ড্রোনও রয়েছে। এছাড়া এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দু’টি প্লাটফর্ম এবং ড্রোন উৎক্ষেপণের কয়েকটি প্লাটফর্ম রয়েছে।
আইআরজিসি’র কমান্ডার সালামি দু’টি ঘাঁটি উন্মোচনের পর সেগুলো ঘুরে দেখেছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এ সময় তাঁর কাছে বিস্তারিত প্রতিবেদন হস্তান্তর করেন অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।