20 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শততম টি-টোয়েন্টি খেললেন মুশফিক; পরিসংখ্যান কেমন?

শততম টি-টোয়েন্টি খেললেন মুশফিক; পরিসংখ্যান কেমন?

শততম টি-টোয়েন্টিতে কত করলেন মুশফিক

বিএনএ ডেস্ক, ঢাকা: ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেললেন মিস্টার ডিপেন্ডবল খ্যাত মুশফিকুর রহিম। মিরপুরের হোম অব ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তিনি।

২৫ বলে ৩০ রান করে ক্যাচ আউট হয়ে সাজ ঘরে ফেরেন মুশফিক। তবে ব্যক্তিগত রান হিসেব করলে তার ৩০ই ব্যক্তিগত সেরা। ২৫ বলের মধ্যে মুশফিক ৪টি বাউন্ডারি হাকালেও কোন ওভার বাউন্ডারি মারতে পারেন নি। তার স্ট্রাইক রেট ছিল ১২০।

এর আগে ৯৯ ম্যাচে খেলে ১ হাজার ৪৬৫ রান করেন মুশফিকুর রহিম। সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন তিনি। ১১৫.৩৫ স্ট্রাইক রেটে তার রানের গড় ১৯.৭৯।

১০০ টি-টোয়েন্টির মধ্যে মুশফিকের কোন শতক না থাকলেও অর্ধশতক আছে ৬টি। ৯৯টি টি-টোয়েন্টিতে ১ হাজার ২৭০টি বল মোকাবেলা করেন তিনি। এরমধ্যে চার হাকিয়েছেন ১২২টি আর ছয় হাকিয়েছেন ৩৭ টি।

বাংলাদেশের হয়ে প্রথম শততম টি-টোয়েন্টি খেলেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ