20 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাতে ফিলিস্তিনি শিশুদের গ্রেফতারে নিষেধাজ্ঞা

রাতে ফিলিস্তিনি শিশুদের গ্রেফতারে নিষেধাজ্ঞা

রাতে ফিলিস্তিনি শিশুদের গ্রেফতারে নিষেধাজ্ঞা

বিএনএ ডেস্ক, ঢাকা: রাতে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে শিশুদের গ্রেফতারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন খোদ ইসরাইলের শীর্ষ আদালত। ইসরাইলের সুপ্রিমকোর্ট দেশটির প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইহুদিবাদী দেশটির শীর্ষ আদালতে পূর্ব জেরুজালেমভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ‘হ্যামোকড’ এর রিট পিটিশনে ওই নির্দেশনা দেওয়া হয়।

রায়ে শিশুদের হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে ধরে নেয়ার ব্যাপারেও ইসরাইলি সেনাদের সতর্ক করে আদালত।

হ্যামোকড এর মতে, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ৩৪ জন ফিলিস্তিনি নাবালককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পরিবারের সাথে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মাত্র ছয়জনকে।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মতে, প্রায় ১৮০ জন নাবালক ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে।

হ্যামোকড বলছে, ইসরাইলি মিলিটারি বাহিনী ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ২০২১ সালে ১ হাজারের মত গ্রেফতারের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৭৩ জন রয়েছে যাদের বয়স ১৪ বছরের নিচে।

হ্যামোকড জানায়, ইসরাইলি বাহিনী, শিশুদের স্কুল থেকে ফেরার সময়, বাড়ির কাছে খেলার সময় বা চেকপয়েন্টে ফেসবুক পোস্টের মতো জিনিসের জন্য গ্রেপ্তার করেছে।

হ্যামোকড আশা করে সুপ্রিম কোর্টের আদেশে ফিলিস্তিনি শিশুদের উপর নির্যাতনের অবসান হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ