28 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - আগস্ট ২৯, ২০২৫
Bnanews24.com
Home » নিউজিল্যান্ডে ভূমিকম্প, বাংলাদেশ দল নিরাপদে

নিউজিল্যান্ডে ভূমিকম্প, বাংলাদেশ দল নিরাপদে

নিউজিল্যান্ডে ভূমিকম্প, বাংলাদেশ দল নিরাপদে

বিএনএ বিশ্বডেস্ক : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা নিউজিল্যান্ড।স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা ২৭ মিনিটে) ভূমিকম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৩ । তবে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাই সুস্থ আছেন।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানায়,  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল  দেশটির উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলের শহর গিসবর্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে। শুরুতে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ডানেডিনে দুদলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২০ মার্চ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডের ভেন্যু ক্রাইস্টচার্চ। ওয়েলিংটনে শেষ ওয়ানডে হবে ২৬ মার্চ। এরপর হ্যামিল্টনে ২৮ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ৩০ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি হবে নেপিয়ারে। অকল্যান্ডে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ