বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হামাসের সাথে যুদ্ধবিরতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের ‘দখলে’ নেওয়ার প্রস্তাব দেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
গাজার পরিবর্তে, ট্রাম্প ফিলিস্তিনিদের বসবাসের জন্য ভালো ও সুন্দর ভূমি দেওয়ার পরামর্শ দেন। তিনি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে মিসর ও জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ফিলিস্তিনিদের সরে যাওয়ার অত্যন্ত দৃঢ় আহ্বান জানান। তবে ফিলিস্তিনি এবং উভয় দেশই তার পরামর্শকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করবো আমরা। আমরা গাজার মালিক হব।”
‘এমন একটি অর্থনৈতিক উন্নয়ন তৈরি করবো, যা এই অঞ্চলের মানুষের জন্য সীমাহীন কর্মসংস্থান এবং আবাসন সরবরাহ করবে।’
গাজায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমেরিকার দীর্ঘদিনের নীতি ওয়াশিংটন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতির পরিপন্থী হবে। যারা মনে করে গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হবে। যার মধ্যে অধিকৃত পশ্চিম তীরও থাকবে।
বিএনএনিউজ/এইচ.এম।