21 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে রেল টিকেট কালোবাজারি, বুকিং সহকারীকে আটক

ময়মনসিংহে রেল টিকেট কালোবাজারি, বুকিং সহকারীকে আটক


বিএনএ, ময়মনসিংহ :টিকিট কালোবাজারির সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি মো. রফিকুল ইসলাম (৩০) গ্রেপ্তার হয়েছে। এসময় তার কাছ থেকে ১২ টি টিকেট, কালোবাজারীর ৫ হাজার একশত টাকা, দুইটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের ৫০০ এনআইডি ও মোবাইল নাম্বার সম্বলিত একটি তালিকা উদ্ধার করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম  এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতরাত (৪ ফেব্রুয়ারি) ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে স্টেশন প্লাটফর্ম থেকে এই বুকিং সহকারিকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া এই বুকিং সহকারির বিরুদ্ধে এর আগেও টিকিট কালোবাজারির অভিযোগে পুলিশের দায়ের করা মামলার সম্পৃক্ততা রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে র্দীঘ সময় ধরে রেলওয়ের কর্মচারি হয়েও টিকিট কালোবাজারি করে আসছে। সে তার ডিউটিকালিন সময়ে টিকিট নিতে কাউন্টারে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংগ্রহ করে নিজের কাছে রেখে দিত। এরপর সময় ও সুযোগ বুঝে ওইসব সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে কালোবাজারিদের কাছে সরবরাহ করত। পরে এসব টিকিট বিক্রির লভ্যাংশ সে তার বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে নিয়ে নিত।

এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. হানিফুর রহমান বাদি হয়ে বুকিং সহকারি মো. রফিকুল ইসলামের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়েছে বলেও জানান ওসি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ