30 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৫
Bnanews24.com
Home » একদফা দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

একদফা দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

ক্যাম্পাসে ফেরার একদফা দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

বিএনএ,চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার একদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। এই অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।

রোববার ( ৫ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় বিশ্বিবদ্যালয়ের শহিদ মিনারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে ইন্সটিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।

ইন্সটিটিউটের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে এক জঘন্য খেলা খেলছে। আন্দোলনের ৯৩ তম দিনে এসে সংস্থারের বাহানা দিয়ে গত বৃহস্পতিবার আমাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। যাতে আমরা আমাদের আন্দোলন থেকে পিছিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান না আসবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া তাওহীদ এলাহী বলেন, এখন আমাদের একটাই দাবি সেটা হলো, চারুকলাকে ক্যাম্পাসে ফেরানো। এটা আমাদের শিক্ষার সাথেও সম্পর্কিত। যেমন আমার কথা যদি বলি আমি বিতর্ক করতাম, ক্লাব করতাম এটা থেকে এখন বঞ্চিত। এই সুযোগটা ক্যাম্পাসে আছে। তাই আমরা ক্যাম্পাসে ফিরতে চায়।

প্রসঙ্গত, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কার কেন্দ্রীক থাকলেও পরবর্তীতে তা ক্যাম্পাসে স্থানান্তরের একদফা দাবিতে রূপ নেয়।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ