22 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ৯৯৯ ফোন করে রক্ষা পেলেন ১৭৫ পর্যটক

৯৯৯ ফোন করে রক্ষা পেলেন ১৭৫ পর্যটক


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই লেকে আটকা পড়া ১৭৫ জন পর্যটককে উদ্ধার করেছে জেলা পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন পেয়ে ৪ ফেব্রুয়ারি (শনিবার) রাতে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৭৫ জনের একটি দল রাঙামাটিতে ঘুরতে আসেন। কাপ্তাই লেকের ঘুরার পর বিকালে পেদা টিং টিং এলাকায় ডুবো চরে তাদের লঞ্চ আটকা পড়ে। সন্ধ্যা অবধি উদ্ধার না হলে এক শিক্ষার্থী জরুরি সেবা নম্বরে ফোন দেন। ফোন পেয়ে দুর্গম দ্বীপ থেকে পুলিশ তাদের উদ্ধার করেন।

সাদ্দাম হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, কাপ্তাই লেকে ঘুরার পর বিকালে একটি দ্বীপে লঞ্চ আটকে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও চালক লঞ্চ উদ্ধার করতে পারেনি। অন্ধকার নেমে আসায় সকলে ভয় পেয়ে যায়। পরে এক সহপাঠী জরুরি সেবা নম্বরে ফোন দিলে পুলিশ আমাদের উদ্ধার করেন।

সত্যতা নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. জহিদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে পুলিশ তাদের উদ্ধার করে। কী কারণে লঞ্চটি চরে আটকে গেলো এবং চালক ও দায়িত্বশীলদের অবহেলা ছিল কিনা, তা তদন্ত করে দেখবো আমরা।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ