16 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ৫ম বিজেএস ফোরামের সভাপতি দেবদাস, সম্পাদক মাজহারুল

৫ম বিজেএস ফোরামের সভাপতি দেবদাস, সম্পাদক মাজহারুল


বিএনএ, আদালত প্রতিবেদক : ঢাকা সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীকে সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সিনিয়র সহকারী বিচারক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (সংযুক্ত কর্মকর্তা) সিনিয়র সহকারি বিচারক নাজমুল হোসেন চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এমন তথ্য জানানো হয়েছে।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সভার মাধ্যমে ৫ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করা বিচারকদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। আর প্রথমবারের মতো কমিটি গঠন করা হয়েছে।

নতুন পদে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার দায়িত্ব দেয়া হয়।

ভার্চুয়াল সভার মাধ্যে ৫ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করা বিচারকদের এই সংগঠনের প্রথমবারের মতো কমিটি করা হয়। ৫ম বিজেএস ফোরামের সদস্যরা ৫ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০১০ এর মাধ্যমে ২০১২ সালে বিচার বিভাগে যোগ দেন।

বিএনএ নিউজ/সাহিদুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ