28 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বালুবাহী গাড়ির ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর প্রাণহানি

চট্টগ্রামে বালুবাহী গাড়ির ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর প্রাণহানি


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বালুবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।  আহত হয়েছে আরও  চারজন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানাধীন বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। নিহতরা হলেন-অটোরিকশা চালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)।  ট্রাকটি জব্দ করা হলেও  চালক-সহকারী পালিয়ে গেছে।

চট্টগ্রামের বাকলিয়া থানার এসআই মো. আমির হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে বালুবাহী ডাম্পার ট্রাক পেছন থেকে  সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হন। সে সময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে মো. অহিদ মিয়া  অটোরিকশা চালক ও বাকি দুই জন যাত্রী। তারা পেশায় শ্রমিক ছিলেন। কাজ শেষে বাসায় ফিরছিলেন তারা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহিরুল হক ভুঁইয়া বলেন, রাতে আহত সাতজনকে হাসপাতালে আনা হলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।বাকি চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

বিএনএ/আমিন,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ