18 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে বাইডেন

ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে বাইডেন

ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে বাইডেন

বিএনএ ডেস্ক: ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সামরিক সহায়তার মধ্যে কামান, গোলাবারুদ, অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে কংগ্রেসকে অবহিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সহায়তা প্যাকেজটি এক বছর বা তারও বেশি সময় ধরে ইসরায়েলের কাছে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন চেষ্টা করবে, প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগেই বেশির ভাগ সরবরাহ সম্পন্ন করার।

আগামী ২০ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে জো বাইডেনের। ওই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই বাইডেন প্রশাসনের এই চুক্তি পাস হতে হবে মার্কিন কংগ্রেসে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা আরও জানিয়েছেন, নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এআইএম ১২০ সি-৮ এএমআরএএএম, হেলফায়ার এজিএম-১৪৪ ক্ষেপণাস্ত্র, ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল, সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যমাত্রার বোমায় পরিণত করার জন্য বিশেষ কীট জেডিএএম, ৫০০ পাউন্ড বোমা, ড্রোনসহ আরও বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে ।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ