19 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১০

কুমিল্লায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১০


বিএনএ, কুমিল্লা: ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ মিছিল বের করে। শুক্রবার সকালে নগরীর নিমতলীতে বের হওয়া মিছিলে পুলিশ বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় পুলিশের তিনজন সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মহানগর বিএনপি সুত্রে জানা গেছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের পায়ে গুলি লাগে।

এদিকে আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে ফিরেছেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি নেতাসহ দু’জনকে আটক করতে দেখা গেছে। তবে পুলিশ বলছে, তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি৷ যাচাই শেষে জানা যাবে তারা সংঘর্ষের সঙ্গে জড়িত কি-না। প্রাথমিক সন্দেহ থেকে তাদের আটক করা হয়েছে’।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টার দিকে মহিলা কলেজ রোড নিমতলী থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ