বিএনএ, ভোলা : ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল গাড়ি দুর্ঘটনায় পড়ে চার সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাদের মধ্যে দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির।
তিনি বলেন, আহতদের মধ্যে হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণকে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা ব্যারাকে ফিরে গেছেন।
ওসি কামরুল ইসলাম জহির আরও জানান, মনপুরা উপজেলায় নির্বাচনি ডিউটি করছিল নৌবাহিনী ও বিজিবির দুটি টহল দল। বিকেল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় দায়িত্ব পালন করছিলেন তারা। একপর্যায়ে রাস্তার গর্তে পড়ে বিজিবি সদস্যদের বহনকারী টমটম গাড়িটি সামনের চাকা খুলে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চার বিজিবি সদস্য আহত হন।
বিএনএনিউজ/এইচ.এম।