21 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চন্দনাইশে ৭ ইউপিতে নির্বাচন সম্পন্ন

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চন্দনাইশে ৭ ইউপিতে নির্বাচন সম্পন্ন

চন্দনাইশে ৭ ইউপিতে নির্বাচন সম্পন্ন

দোহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : পঞ্চম ধাপে চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বুধবার(৫জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিলো বেশি।

বৈলতলি ইউপির একটি কেন্দ্রvailable.
বৈলতলি ইউপির একটি কেন্দ্র,বশরতনগর রশিদিয়ামাদ্রাসা ছবি- শাহতাব কেমি

নির্বাচন চলাকালীন সময়ে উপজেলার ৩/৪টি ইউনিয়নে কেন্দ্রে বাইরে মেম্বার প্রার্থীদের মধ্যে কিছু বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপের মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ইউনিয়ন হলো- হাশিমপুর, বৈলতলী, কাঞ্চনাবাদ, বরমা। এই চারটি ইউনিয়নে আহতরা হলো রমজান আলী, রনি তালুকদার, টিপু দাশ, তামভীর, ইমন মল্লিক, রেজাউল করিম এদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।ন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সত্যতা স্বীকার করেছেন।

আহতদের মধ্যে রেজাউল করিম তালুকদার থানায় অভিযোগ দায়ের করেছেন।

চন্দনাইশ বৈলতলি ইউপির নতুন চেয়ারম্যান সায়েম মেম্বার
বৈলতলি ইউপির নতুন চেয়ারম্যান সায়েম মেম্বার-মাঝখানে

উল্লেখ্য, নির্বাচনে ৭ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯৭,৮১৫জন, তারমধ্যে পুরুষ ভোটার ৫১,৫১৫ জন ও মহিলা ভোটার ৪৬,৩০০ জন।

মো. হামিদুর রহমান সাকিল,জিএন

Loading


শিরোনাম বিএনএ