28 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আটক ৪১

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আটক ৪১

চট্টগ্রামে জামালখানে পুলিশ-বিএনপি সংঘর্ষ,আটক ৪১

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে নগর বিএনপির মানববন্ধন। বুধবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামাল খান সড়কে এ ঘটনা ঘটে। রাস্তায় গাড়ি চলাচল করতে দিতে চাইলে বাকবিতণ্ডতা,হাতাহাতি,লাঠিচার্জ ও সংঘর্ষ হয় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে।

এ ঘটনায় পুলিশ ৪১জনকে আটক করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ ৪১জনকে আটক করেছে বলে জানা গেছে।

’গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধনের আয়োজন করেন। বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীরা।

YouTube player

দুপুর থেকে নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা নেতাকর্মীদের আগমনে উত্তাল  হয়ে ওঠে পুরো জামালখান এলাকা। পুলিশ রাস্তায় গাড়ি চলাচল অব্যাহত রাখতে চাইলে বিএনপি কর্মীদের সাথে তর্কবিতর্ক হয়। তা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রুপ নেয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ মিনিটের ব্যবধানে মানববন্ধন পণ্ড হয়ে যায়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ