30 C
আবহাওয়া
৩:৩৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » স্বর্ণের দাম বাড়ল

স্বর্ণের দাম বাড়ল

শুল্কছাড়ে ২ ভরি স্বর্ণ আনতে পারবেন প্রবাসীরা

বিএনএ, ঢাকা : সব ধরনের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। টানা দুই দফা কমানোর পর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশের গহনা ব্যবসায়ীরা। নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানানো হয়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হবে।

২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৭১ হাজার ৫০০ টাকায়। ১৮ ক্যারেটের বিক্রি হবে ৬২ হাজার ৭৫২ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ৬৯ হাজার ৫১৭ টাকায়। ১৮ ক্যারেটের বিক্রি হয় ৬০হাজার ৭৬৯ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দর ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দর পতন এবংনানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সক্ষমতার অভাব এবং নানান দাপ্তরিক জটিলতার কারণে চাহিদা অনুযায়ী স্বর্ণের আমদানি না হওয়াও বড় কারণ বলছে বাজুস।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ