বিএনএ, বিশ্বডেস্ক : করোনাভাইরাসের নতুন স্ট্রেনের কারণে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে ব্রিটেনে। এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ২৬ জানুয়ারির অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বরিস জনসন। মঙ্গলবার পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেন বরিস।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। এ মাসের শেষের দিকে ভারত সফরে আসার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেটি বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশজুড়ে এখন লকডাউন জারি হয়েছে। যে হারে বেড়ে চলেছে করোনা এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী স্থির করেছেন তিনি ব্রিটেন ছেড়ে কোথাও যাবেন না। এই ভাইরাসের মোকাবিলা করতে দেশে থাকা তাঁর প্রয়োজন।”
ভারত সরকারের তরফে এই খবরের নিশ্চয়তা জানিয়ে বলা হয়েছে, “বরিস জনসন প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে দুঃখপ্রকাশ করেছিলেন না আসতে পারা নিয়ে। ব্রিটেনে যেভাবে করোনা অতিমারীর প্রাবল্য বেড়েছে সেই প্রেক্ষাপটে এই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।”
বিএনএনিউজ/এইচ.এম।