বিএনএ, চট্টগ্রাম : প্রাণঘাতি করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে দেশব্যাপী। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভাইরাসটি। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৮৫ জন ও ১৮ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮৯৬ জনে দাড়াল।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ও সিভাসুতে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৬১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া যায়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের ও শেভরণে ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনার জীবাণু শনাক্ত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৫৯ জন। এর মধ্যে নগরীতে ২৫৬ জন ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।
বিএনএনিউজ/জেবি