23 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইংল্যান্ডে দ্বিতীয় দফায় ‘কঠোর’ লকডাউন

ইংল্যান্ডে দ্বিতীয় দফায় ‘কঠোর’ লকডাউন

লকডাউন

বিশ্ব ডেস্ক, ঢাক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আবারও লকডাউন জারি করা হয়েছে ইংল্যান্ডে। মহামারিটির নতুন ধরন ছড়িয়ে পড়ায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর- বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টিভি ভাষণে লকডাউনের বিষয়টি ঘোষণা করেন।

মঙ্গলবার থেকে এ লকডাউন শুরু হবে, চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এ সময়জুড়ে মানুষকে ঘরে থাকতে আহ্বান করেন জনসন।

এদিন থেকে বন্ধ থাকবে সব স্কুল ও কলেজ। শিক্ষার্থীরা আবারও অনলাইন ক্লাসে ফিরে যাবে।

নতুন ধরনের করোনার মানুষের শনাক্তের হার বেড়ে যাওয়ায় সতর্কতা প্রকাশ করেন জনসন। তিনি বলেন, ‘যে হারে শনাক্তের সংখ্যা বাড়ছে এতে সামনের দিনগুলো আরও কঠিন হবে।’

জনসনের ধারণা, মহামারির বিরুদ্ধে ‘শেষ পর্যায়ের লড়াইয়ে’ প্রবেশ করতে যাচ্ছে তার দেশ।

ভাইরাসটি প্রতিরোধে করোনার টিকা পেতে চার ধরনের নাগরিক গোষ্ঠী অগ্রাধিকার পাবে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ