বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৬২৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই সময়ে ৭৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৯১ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৯৪ হাজার ৩১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০৯ জনের প্রাণ গেছে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জন মারা যান। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বিএনএনিউজ/ বিএম