16 C
আবহাওয়া
১১:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » আলিফের কবর জিয়ারত করেছেন অ্যাটর্নি জেনারেল

আলিফের কবর জিয়ারত করেছেন অ্যাটর্নি জেনারেল

আলিফের কবর জিয়ারত করেছেন অ্যাটর্নি জেনারেল

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৬ নভেম্বর হামলায় নিহত সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

বুধবার (৪ ডিসেম্বর) লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে কবরে গিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

আইনজীবী সূত্রে জানা যায়, এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস‍্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট ব‍্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ব‍্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), অ্যাডভোকেট বদরুল আনোয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ, সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির মন্জু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, ভারপ্রাপ্ত সম্পাদক ব‍্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সহ ১৫ সদস্যের প্রতিনিধি দল।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ