28 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৫
Bnanews24.com
Home » ফের কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের

ফের কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের


বিএনএ, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের পক্ষ থেকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে কারণ দর্শানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপনার দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে প্রেরিত নোটিশের বিষয়ে ইসকনের হাত রয়েছে বলে উল্লেখ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে ঔদ্ধত্যপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ। সুতরাং দলের শৃঙ্খলাপরিপন্থী এ ধরনের কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ