14 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, আমরা খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার ৩৬/১ নাম্বর বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, আমাদের ধারণা বাসায় একা থাকায় অজ্ঞাত দুষ্কৃতীকারীরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই জিয়াউর রহমান জিয়া জানান, আমার ভাইয়ের প্লাস্টিকের ডাইস এর কারখানা আছে। গত ৩/৪ দিন ধরে আমার বোন ফরিদা বেগমের বাসায় আমার ভাবি ও তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে বেড়াতে যায়। তার পর থেকে ভাই বাসায় একা থাকে। গত সোমবার রাত দশটার দিকে ভাই কারখানা থেকে  বাসায় চলে আসে। তারপরে আমার ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাই। পরে ভাইয়ের বাসায় লোক পাঠালে বাসায় তালা লাগানো দেখে  সে চলে আসে। কারখানায় এসে বলে বাসায় তালা দেওয়া রয়েছে।তারপরে আমরা জানতে পারি বাসার মধ্যে কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে । দরজার বাইরে থেকে তালা মেরে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলা, বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামে। আমাদের বাবার নাম শামছুল ইসলাম। বর্তমানে আমার ভাই চকবাজারের পোস্তা এলাকার ৩৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ভাইয়ের দুই ছেলে এক মেয়ে । আমরা ছয় ভাই দুই বোন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ